কুয়েত ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের জন্য বৃত্তি সহ ভর্তির সুযোগ

0

 

কুয়েত ইউনিভার্সিটিতে বাংলাদেশিদের জন্য বৃত্তি সহ ভর্তির সুযোগ


কুয়েত ইউনিভার্সিটিতে ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারে কুয়েত প্রবাসী বাংলাদেশিদের বৃত্তি সহ ভর্তির জন্য আবেদন আহ্বান করা হচ্ছে।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে এসংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভর্তির জন্য আবেদন করতে হবে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে। 

আবেদনের যোগ্যতা, আবেদনপত্র এবং অন্যান্য যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ দূতাবাসে যোগাযোগ করতে হবে। 


আবেদনের শেষ তারিখ ২০ আগস্ট ২০২৩। নির্ধারিত তারিখের মধ্যে আবেদনপত্র দূতাবাসের ৬ নম্বর কক্ষে জমা দিতে হবে।



 

বৃত্তি সহ ভর্তি যোগ্য অনুষদসমূহ: 

কলেজ অব সায়েন্স

কলেজ অব লাইফ সায়েন্স

কলেজ অব আর্টস

 

বিস্তারিত জানতে যোগাযোগ

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস: kuwait.mofa.gov.bd

ইমেইল: mission.kuwait@mofa.gov.bd অথবা bdoot@kems.net

ফোন: +965 23900913

Post a Comment

0Comments

Thank you so much for your comment, if you need tuition knock us on 01988325330

Post a Comment (0)